মাদরাসা পরিচিতি

১৪২১ হিজরী মোতাবেক ২০০০ সনে ঢাকার প্রাণকেন্দ্র গণভবন সরকারি কোয়াটারে মা ও বোনদের মাঝে দ্বীন ও ইলমে দ্বীন শিক্ষা দানের লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে।

মাদরাসা পরিচিতি

প্রারম্ভিক কথা

সমস্ত প্রশংসা সে মহান সত্তার জন্য

যিনি মানব জাতির কল্যাণে নাযিল করেছেন পবিত্র কুরআনুল করীম। আর একমাত্র কুরআন-সুন্নাহ তথা ইসলামিক শিক্ষাই জাতিকে আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম। এর মধ্যে রয়েছে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের সফলতা...

প্রারম্ভিক কথা

নোটিশ

মাদরসার সকল ধরণের নোটিশ

campaign

২য় পার্বিক পরীক্ষার নোটিশ : ২০২৩-২৪ শিক্ষাবর্ষ। 

এতদ্বারা মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলামিয়া কর্তৃক ঘোষণা দেয়া যাচ্ছে যে, আগামী ১৫/১১/২০২৩ইং রোজ বুধবার থেকে ২৩/১১/২০২৩ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত ২০২৩/২৪ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত সকল বিভাগের শিক্ষার্থীদের ‘দ্বিতীয় পার্বিক পরীক্ষা’ অনুষ্ঠিত হবে। 
অতএব, সকল শিক্ষার্থীকে এখন থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হল। উল্লেখ্য, পরীক্ষায় উত্তীর্ণ মেধাস্থান (মুমতায) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই পুরস্কৃত করা হবে ইন শা আল্লাহ।

বৈশিষ্ট্য সমূহ

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গঠনে আমরা আন্তরিকভাবে সচেষ্ট, আমাদের ক্যাম্পাসে আপনাকে স্বাগতম!
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গঠনে আমরা আন্তরিকভাবে সচেষ্ট, আমাদের ক্যাম্পাসে আপনাকে স্বাগতম!
check

সার্বক্ষণিক সি.সি. ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

check

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক শিক্ষামিশন।

check

স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীদের স্পেশাল কেয়ারের মাধ্যমে দ্রুত অগ্রসরের ব্যবস্থা।

check

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণের ব্যবস্থা।

check

গ্রুপ ভিত্তিক মাশকের (অনুশীলনের) ব্যবস্থা।

check

দৈনিক তাহাজ্জুদ নামাযে তেলাওয়াতের ব্যবস্থা।

check

আন্তর্জাতিক ক্বারীদের নতুন সূর ও তৰ্য্যের মাধ্যমে ছাত্রীদের কণ্ঠ অনুযায়ী মাশক প্রদান।

check

বেফাক ও আলহাইয়াতুল উলইয়া বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ

check

সুন্দর-মনােরম, পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস।

check

শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস

check

শিক্ষার্থীদের বাংলা, আরবী, ইংরেজী ও উর্দূ চারটি ভাষায় মাতৃভাষার মত করে বলা, লেখা ও শুনলে বুঝতে পারার মত যোগ্যতা অর্জন করা।

check

প্লে ও নার্সারীর বাচ্চাদের জন্য আলাদা প্লে জোন।

আমাদের বিভাগ সমূহ

প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরয - আল-হাদীস
account_box

নূরানী ও নাযেরা

প্রত্যেক মুসলিম নর-নারীর কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। এই বিভাগে শিক্ষার্থীরা আরবী অক্ষর জ্ঞান থেকে শুরু করে আরবী রিডিং পড়া ও কুরআন কারীম ভালোভাবে দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করে। এরপর কুরআন কারীম মুখস্থ করার মত যোগ্যতা অর্জন হলে সে হিফয বিভাগে স্থানান্তরিত হতে পারে। এছাড়াও এ বিভাগে বাচ্চারা জেনারেল বিষয়সমূহ প্লে, নার্সারী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়তে পারে।

আরও পরুনarrow_right_alt
touch_app

হিফজ বিভাগ

মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ঠদান পবিত্র কোরআন। আর এই কোরআন হিফয করার মর্যাদাও অনেক অনেক বেশি। হাফেয হওয়ার কারণে তাকে সব সময় কোরআন চর্চা করতে হয়, এতে সে প্রতি হরফে ১০টি করে অর্জন করে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোরআনের হাফেয, যিনি সবসময় তেলাওয়াত করেন তার তুলনা, লেখার কাজে নিয়োজিত পবিত্র সম্মানিত ফেরেশতাদের মতো। আর অতিকষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি বারবার কোরআন তেলাওয়াত করে, তার পুরস্কার দ্বিগুণ।’ (বুখারি)

সাধারণত হিফজ শাখার ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশী কোরআন তিলাওয়াত করে, তাই তাদের ঘর শয়তান থেকে নিরাপদ থাকে। কারণ, নবিজি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন-

لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ البَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ البَقرَةِ

‘তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে পরিণত করো না, নিশ্চয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে, যেখানে সূরা বাকারাহ পাঠ করা হয়।’ (মুসলিম)

আরও পরুনarrow_right_alt
menu_book

হিফয রিভিশন

এই শাখায় হিফয সম্পন্নকারী শিক্ষার্থীরা ভালোভাবে কুরআন মুখস্ত হওয়ার জন্য একজন উস্তাযার তত্বাবধানে বার বার রিভিশন দিয়ে থাকে। উস্তযা যখন তাকে উপযুক্ত মনে করেন তখন বোর্ড পরীক্ষার জন্য মনোনীত করে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষার জন্য বেফাকে নিবন্ধন করবেন।

আরও পরুনarrow_right_alt
shop_two

প্লে-অষ্টম শ্রেণী পর্যন্ত

প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ৬ বছরের কম বয়সের শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা। ৪ থেকে ৫/৬ বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান অনুযায়ী তাদের যত্ন, বেড়ে উঠা এবং শিশু অধিকার নিশ্চিত করা, খেলাধুলা, আনন্দ, অক্ষরজ্ঞান এবং গণনার হাতেখড়ির মাধ্যমে তাদের উন্নয়ন এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সময় এটি। 

এই শ্রেণীগুলো নূরানী নাযেরা থেকে কিতাব বিভাগ মুতাওয়াসসিতা (৩য় বর্ষ) পর্যন্ত বিভাগগুলোয় ধারাবহিকভাবে সাজানো হয়েছে। এরপর আরবী বিষয়গুলো বৃদ্ধি পাওয়া ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় কার্যাবলী বৃদ্ধি পাওয়ায় জেনারেল বিষয়গুলো বন্ধ করে দেয়া হয়। কিতাব বিভাগের সর্বোচ্চ জামাত তাকমীল শেষ হলে মাস্টার্সের সনদ দেয়া হয়।

আরও পরুনarrow_right_alt
menu_book

কিতাব বিভাগ

এই বিভাগের প্রথম ৩বছর হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারকাতুহুমের যুগান্তকারী শিক্ষাব্যবস্থা মাদানী নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণ করা হয়। এরপর শরহে বেকায়া জামাত থেকে তাকমীল পর্যন্ত সাধারণ দরসে নেযামীর অনুসরণ করে সকল বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা হয়। কিতাব বিভাগের সর্বোচ্চ জামাত তাকমীল শেষ হলে সরকারীভাবে আলহাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে মাস্টার্সের সনদ দেয়া হয়।

ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাইاِقْرَاْপড়ইলম অর্জন কর। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। ইলম ছাড়া ব্যক্তিজীবনপারিবারিক জীবনসামাজিক জীবনরাষ্ট্রীয় জীবনকোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। তাবেঈ উমর ইবনে আব্দুল আযীয রাহ. বলেন-

من عمل على غير علم كان ما يفسد أكثر مما يصلح.

 যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে  সঠিকভাবে যতটুকু করবে না করবেবরবাদ করবে তার চেয়ে বেশি। -তারীখে তাবারী ৬/৫৭২

আরও পরুনarrow_right_alt
admin_panel_settings

মোট শিক্ষক

assignment_ind

মোটি শিক্ষিকা

support_agent

মোট স্টাফ

people_alt

মোট শিক্ষার্থী ২০২৩-২৪ঈ.

ভর্তি ফি ও মাসিক বেতন

নিম্নে ভর্তি মাসিক ফি উল্লেখ করা হল

তাকমিল

7000 / প্রতি মাসে
তাকমিল
  • খাবার ফি = 4000
  • মাসিক বেতন = 3000
  • ভর্তি ফি = 6,600/=
#

ফযিলত

7000 / প্রতি মাস
ফযিলত
  • ভর্তি = 6,600/=
  • মাসিক অজিফা অনাবাসিক = 3000/-
  • মাসিক অজিফা আবাসিক =7000/=
#

সানাবিয়্যাহ

7000 / প্রতি মাস
সানাবিয়্যাহ
  • ভর্তি = 6600/-
  • মাসিক অজিফা অনাবাসিক = 3000/-
  • মাসিক অজিফা আবাসিক = 7000/=

মুতাওয়াসসিতাহ

7000 / প্রাতি মাসে
মুতাওয়াসসিতাহ
  • ভর্তি ফি = 6,600/-
  • আবাসিক মাসিক অজিফা = 7000
  • অনাবাসিক মাসিক অজিফা = 3000/=

মনীষীদের আগমন ও বাণী

যে সকল মনীষীদের পদার্পণে অত্র জামিয়া ধন্য

starstarstarstarstar

হাদীস শাস্ত্রের মহিরুহ আল্লামা আজিজুল হকের -- মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯১৯ সালে বর্তমান মুন্সীগঞ্জ জেলার লৌহজং- এ তিনি জন্ম গ্রহণ করেন। শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের(রহঃ) বর্ণাঢ্য জীবন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ, ইসলামী আন্দোলনের আপোষহীন জননেতা, বোখারী শরীফের প্রথম বঙ্গানুবাদক, অর্ধশতাব্দীর অধিক কাল ব্যাপী বুখারী শরীফ দরস প্রদানের বিরল কৃতিত্বের অধিকারী শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক একটি নাম, একটি ইতিহাস, একটি প্রেরণা। তার জীবনের ধাপে ধাপে রয়েছে ইর্ষণীয় সাফল্য। নিরলস পরিশ্রম, অদম্য ¯পৃহা আর অসীম সহস নিয়ে তিনি পথ চলছেন। তাঁর বর্ণাঢ্য জীবন নিুম্নে সংক্ষেপে তুলে ধরা হল।

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক(রহ.)

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক(রহ.)

প্রিন্সিপাল ও শায়খুল হাদীস জামিয়া রহমানিয়া

starstarstarstarstar

জন্ম ও শিক্ষা : বাংলাদেশের আল্লামা আহমদ শফী (আনুমানিক) ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বরকত আলী ও মা মেহেরুন্নেছা। ১০ বছর বয়সে তিনি দারুল উলুম হাটহাজারীতে লেখাপড়া শুরু করেন। শৈশবেই মা-বাবা মারা যান। আনুমানিক ১৯৪১ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় ভর্তি হন এবং চার বছর অধ্যয়ন করেন। ভারত স্বাধীনতা আন্দোলনের মহান নেতা আল্লামা সাইয়েদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর কাছে আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেন। দারুল উলুম দেওবন্দে তাঁর উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে ছিলেন—মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানি (রহ.), মাওলানা ইবরাহিম বলিয়াভি (রহ.), মাওলানা ফখরুল হাসান (রহ.), মাওলানা ইজাজ আলী (রহ.), মাওলানা জহিরুল হাসান (রহ.), মাওলানা জলিল আহমদ (রহ.) প্রমুখ।

আল্লামা আহমদ শফী রহ.

আল্লামা আহমদ শফী রহ.

মুহতামিম হাটহাজারী মাদরাসা

starstarstarstarstar

তিনি ৫ শাওয়াল ১৩৫২ হিজরি/৩ অক্টোবর ১৯৪৩ সালে ভারতের সাহারানপুর জেলার দেওবন্দে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ শফি উসমানি ও দাদা মুহাম্মদ ইয়াসিন। তিনি ইসলামের তৃতীয় খলিফা উসমানের বংশধর। একারণে তার নামের সাথে উসমানি শব্দটি ব্যবহার করা হয়। তার বংশের আরেকটি উপাধি হল মিয়াজী, অর্থ শিক্ষক। তার পিতা ও দাদা উভয়ই দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ।[৩] তার পিতা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য হিসেবে পাকিস্তান সৃষ্টির পেছনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন। এজন্য পাকিস্তান রাষ্ট্রে ইসলামি সংবিধান তৈরির লক্ষ্যে ১৯৪৮ সালের মার্চের শুরুতে স্বপরিবারে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে হিজরত করেন।

তাকী উসমানী [দা:বা:]

তাকী উসমানী [দা:বা:]

শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম দারুল উলূম করাচির

starstarstarstarstar

মাত্র এক সপ্তাহ আগে মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুহতারম মুনির ভাইয়ের মোবাইল থেকে ফোন করে শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর আমার করোনাজনিত অসুস্থতার খবর নিয়েছেন এবং আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেছেন। তখনও জানতাম না যে, সাত দিন পর তিনি আমাদের ছেড়ে চলে যাবেন চিরতরে আল্লাহর রহমতের ছায়ায়। ১৯ আগস্ট দুপুরে ৬৮ বছর বয়সে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড্ড দুঃসময়ে জাতি তাকে হারিয়ে ফেলল। তার ইন্তেকালে দেশের কওমি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃত্ব দেয়ার মতো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এখন খুব চোখে পড়ে না। বহুমাত্রিকতায় মরহুমের জীবন ছিল বর্ণাঢ্য ও কর্মমুখর।

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.

মুহাদ্দীস হাটহাজারী মাদরাসা

আসাতিযায়ে কেরাম
১৯৮৮ সালে তিনি ঢাকার ফরিদাবাদ মাদারাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। ইফতা সম্পন্ন করেছেন ২০০০ সনে ঢাকার মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া থেকে। এ ছাড়াও তিনি ঢাকা আলিয়া থেকে কামিল সম্পন্ন করেছেন। হিফয সমাপন করেছেন ঢাকার কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া নূরিয়া থেকে। 
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন গণভবন জামে মসজিদে একজন সম্মানিত ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আধ্যাত্মিক লাইনে তিনি হযরত মাওলানা আবদুল মাতীন বিন হুসাইন, পীর সাহেব ঢালকানগর এর একজন অন্যতম খলীফা।

হাফেয মাওলানা মুফতি আব্দুস সালাম

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল

১৯৮৮ সালে তিনি ঢাকার ফরিদাবাদ মাদারাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। ইফতা সম্পন্ন করেছেন ২০০০ সনে ঢাকার মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া থেকে। এ ছাড়াও তিনি ঢাকা আলিয়া থেকে কামিল সম্পন্ন করেছেন। হিফয সমাপন করেছেন ঢাকার কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া নূরিয়া থেকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন গণভবন জামে মসজিদে একজন সম্মানিত ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন। আধ্যাত্মিক লাইনে তিনি হযরত মাওলানা আবদুল মাতীন বিন হুসাইন, পীর সাহেব ঢালকানগর এর একজন অন্যতম খলীফা।

২০১৫ সালে ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে দাওরায়ে হাদীস সমাপন করেন। তাখাসসুস ফিদ দা’ওয়াহ তুলনামূলক ধর্মতত্ব বিষয়ে তিনি প্রথমে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে এরপর মারকাযুদ দাওয়াহ হযরতপুর থেকে সমাপন করেন।
এছাড়াও তিনি ঢাকা আলিয়া থেকে কামিল মাষ্টার্স সমাপন করেছেন।

হাফেয মাওলানা আবদুল্লাহ আল আবরার

ভাইস প্রিন্সিপাল

২০১৫ সালে ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে দাওরায়ে হাদীস সমাপন করেন। তাখাসসুস ফিদ দা’ওয়াহ তুলনামূলক ধর্মতত্ব বিষয়ে তিনি প্রথমে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে এরপর মারকাযুদ দাওয়াহ হযরতপুর থেকে সমাপন করেন। এছাড়াও তিনি ঢাকা আলিয়া থেকে কামিল মাষ্টার্স সমাপন করেছেন।

হিফয সমাপন ঢাকার জামিয়া মুহাম্মদিয়া থেকে। দাওরায়ে হাদীস সমাপন করেন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে। আদব শেষ করেছেন আল মারকাযুল ইসলামী থেকে। বর্তমানে তিনি মিশরের জামিয়াতুল আযহারে আলফিক্বহুল মুকারানের উপর এম.ফিল থিসিস করছেন।

হাফেয মাওলানা মোস্তফা জামাল

মুদাররিস

হিফয সমাপন ঢাকার জামিয়া মুহাম্মদিয়া থেকে। দাওরায়ে হাদীস সমাপন করেন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে। আদব শেষ করেছেন আল মারকাযুল ইসলামী থেকে। বর্তমানে তিনি মিশরের জামিয়াতুল আযহারে আলফিক্বহুল মুকারানের উপর এম.ফিল থিসিস করছেন।

যোগাযোগ

location_on

ঠিকানা

বাড়ী#১৬৩ (অভিলাষ), রোড#০৩, মোহাম্মদী হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

https://maps.app.goo.gl/PKJUSWv2nBZVEAzk7

arrow_upward